দাফনের সময়ঃ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন/পরিচালিত কবরস্থানসমূহে সকাল ৬.০০ ঘটিকা হতে রাত ১১.০০ ঘটিকা পর্যন্ত লাশ দাফন করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমােতি সাপেক্ষে এ সময়-সীমার পরও দাফন করা যেতে পারে।

দাফনের খরচঃ

লাশ দাফনের বাবদ কর্পোরেশন নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১০০০/- (এক হাজার) টাকা।

কবরস্থান খনন, বাঁশ ও চাটাই বাবদ ফি (কর্পোরেশন কর্তৃক অনুমােদিত ইজারাদারের মাধ্যমে):

  • বড় কবর: ৭০৮ /-(সাতশত আট) টাকা।
  • মধ্যম কবর: ২০৭ - ৭০৮ /- (দুইশত সাত থেকে সাতশত আট) টাকা।
  • ছােট কবর: ২০৮ /- (দুইশত আট) টাকা।
  • মৃতজন্ম: ২০ /-(বিশ) টাকা।

সংরক্ষিত কবরের শর্ত: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শুধুমাত্র

(ক) জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত/বরেণ্য ব্যক্তিবর্গ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
(খ) সমাজে বিশিষ্ট ভূমিকা/অবদান রাখা ও পদস্থ কর্মকর্তা এবং
(গ) বিশেষ বিবেচনায় কোন ব্যক্তির দাফনকৃত কবর নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে ১০/১৫/২০/২৫ বছরের জন্য অস্থায়ী সংরক্ষণের জন্য বিবেচনা করতে পারবেন।

উপরােক্ত "ক" চিহ্নিত জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত/বরেণ্য ব্যক্তিবর্গ বলতে প্রাক্তন রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, প্রাক্তন মেয়র,স্বাধীনতা একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি, জাতীয় অধ্যাপক ও বিদেশ হতে খেতাব প্রাপ্ত ব্যক্তিবর্গকে বােঝাবে। এছাড়া "খ" এবং গ" চিহ্নিত ব্যক্তি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হবে।

সংরক্ষিত কবরের পুনঃদাফনের খরচঃ

পূর্বের সংরক্ষিত কবরে পুনঃ দাফনের ফি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। এসব কবরে মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, পুত্র কন্যা ছাড়া অন্য কাউকে দাফন করা যাবে না।

নতুন সংরক্ষিত কবরের ফিঃ

  • ১০ বছর কবর সংরক্ষণ রাখার জন্য পরিশোধ করতে হবে ৫ লাখ টাকা
  • ১৫ বছর কবর সংরক্ষণ রাখার জন্য পরিশোধ করতে হবে ১০ লাখ টাকা
  • ২০ বছর কবর সংরক্ষণ রাখার জন্য পরিশোধ করতে হবে ১৫ লাখ টাকা
  • ২৫ বছর কবর সংরক্ষণ রাখার জন্য পরিশোধ করতে হবে ২০ লাখ টাকা